
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী ব্যয় মেটানোর উদ্দেশ্যে যথেষ্ট আর্থিক সহায়তা চেয়ে জনগণের কাছে আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তার ফেসবুক ভিডিওবার্তার মাত্র ২২ ঘণ্টার মধ্যে অভাবনীয় সাড়া পেয়েছেন, যেখানে তিনি জানান, ৩৭ লাখ টাকা জমা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে তার ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) আসনের প্রার্থী ডা. জারা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, “মাত্র ২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা আপনারা পাঠিয়েছেন! আপনারা যে এভাবে পাশে দাঁড়াবেন, তা আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়ার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই।”
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তার আসনে ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার টাকা। লক্ষ্যমাত্রা থেকে মাত্র ৯ লাখ টাকা দূরে দাঁড়িয়ে, এই প্রার্থী জানিয়েছেন যে, প্রয়োজনীয় অর্থ সংগৃহীত হবার সাথে সাথে তাদের ফান্ডরেইজিং ক্যাম্পেইনটি বন্ধ করে দেওয়া হবে।
তিনি আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদান পাঠানোর জন্য ডা. তাসনিম জারা দাতাদেরকে অনুরোধ করেছেন এবং বিকাশের সীমা অতিক্রম করার পরেও একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।
স্বচ্ছতা সম্পর্কে তিনি মন্তব্য করে বলেন, “আমরা কোনো ক্যাশ ডোনেশন নিচ্ছি না। সংগৃহীত অর্থের ১০০% রেকর্ড সংরক্ষণ করা হবে এবং প্রতিটি পয়সার হিসাব নির্বাচন কমিশন ও জনগণের কাছে প্রকাশ করা হবে।” তিনি সম্প্রতি সংগৃহীত অর্থটিকে একটি ‘পবিত্র আমানত’ হিসেবে অভিহিত করে ভোটারদের আস্থা রক্ষার প্রতিশ্রুতি দেন।