
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নয়, বরং এককভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। বিএনপির পক্ষ থেকে দলের নেতাদের অবমূল্যায়ন এবং আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে অলি আহমদ এই ঘোষণা দেন। তিনি জানান, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের প্রস্তাবনা এবং দলের প্রেসিডিয়াম সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অসন্তোষের কারণ: অলি আহমদ অভিযোগ করেন, নির্বাচনের জন্য তিনি তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ১৪ জন প্রার্থীর একটি সংক্ষিপ্ত তালিকা পাঠিয়েছিলেন। তিনি আশা করেছিলেন অন্তত ৮-১০টি আসন তাদের দেওয়া হবে। কিন্তু বিএনপি তাদের মাত্র দুটি আসন (অলি আহমদের চট্টগ্রাম-১৪ এবং রেদোয়ান আহমেদের চান্দিনা) অফার করে।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘‘ছাগল আর গরুর দাম এক হতে পারে না। আমি আমার নিজের আসনে এমনিতেই পাস করি। বিএনপি মূলত আমাকে একটি আসনই অফার করেছে। দলের দুর্দিনে আমরা পাশে ছিলাম, অথচ আজ আমাদের সঙ্গে একটা টেলিফোন করেও কথা বলা হয়নি। এভাবে অবমূল্যায়ন আমরা কল্পনাও করিনি’’।
একক নির্বাচনের প্রস্তুতি: সংবাদ সম্মেলনে অলি আহমদ জানান, এলডিপি এখন থেকে এককভাবে নির্বাচনের মাঠে থাকবে। দলের ৮৪ জন সম্ভাব্য প্রার্থীসহ যারা নির্বাচন করতে ইচ্ছুক, তাদের দ্রুত যুগ্ম মহাসচিব বেলাল হোসেন মিয়াজীর সঙ্গে যোগাযোগ করে দলীয় প্রতীক ও কাগজপত্র সংগ্রহের নির্দেশ দেন তিনি।
জেনারেল সরোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার: সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দলের প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) হেলাল উদ্দিন সরোয়ারের ওপর জারি করা সাময়িক বহিষ্কারাদেশ সর্বসম্মতিক্রমে প্রত্যাহার করা হয়েছে।
বিদেশি দালালির হুঁশিয়ারি: শহীদ শরিফ ওসমান হাদির জানাজার প্রসঙ্গ টেনে অলি আহমদ বলেন, ‘‘হাদির জানাজাই প্রমাণ করে দেশের যুবসমাজ বিদেশি দালালদের ভোট দেবে না। আমরা জনগণের দালালি করতে চাই, কোনো ভিনদেশি শক্তির নয়’’।
এম.এম/সকালবেলা