
কিশোরগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য ও ১ নং রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে পুনরায় দলে স্বপদে বহাল করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
রবিবার (২৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই আদেশ কার্যকর করা হয়।
চিঠিতে যা বলা হয়েছে: জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘‘ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেই অব্যাহতির আদেশ প্রত্যাহার করে আপনাকে দলীয় পদে পুনর্বহাল করা হলো।’’
চিঠিতে আরও আশা প্রকাশ করা হয় যে, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
নেতৃত্বের মূল্যায়ন: মো. ইদ্রিস মিয়া দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। রশিদ্রাবাদ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান হিসেবেও তার এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এম.এম/সকালবেলা