
সারাদেশে জেঁকে বসা হাড়কাঁপানো শীতে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে হাওরবেষ্টিত এই জনপদে তাপমাত্রা নেমে আসে ১০ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জের ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। নিকলী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম মাছুম গণমাধ্যমকে বলেন, রোববারের তুলনায় সোমবার শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি ডিসেম্বর মাসজুড়েই শীতের এই প্রভাব বজায় থাকবে এবং নিকট ভবিষ্যতে শীতের অনুভূতি কমার কোনো সম্ভাবনা নেই।
তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে হাওর অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে সূর্যের দেখা না মেলায় কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষজন। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া কৃষিজীবী ও মৎস্যজীবীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেক অসহায় মানুষ।
শৈত্যপ্রবাহের কারণে জেলায় শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মারুফ/সকালবেলা