
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত জানাজায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আরও অংশ নেবেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম শোকবার্তা প্রদান করেন।
এছাড়া সন্ধ্যায় দলের সিনিয়র নায়েবে আমিরের নেতৃত্বে একটি উচ্চ প্রতিনিধি দল গুলশানের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে শোকবার্তা জানান। তারই ধারাবাহিকতায় আজ বেগম খালেদা জিয়ার জানাজায় দলের উচ্চ প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।