
বরিশাল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে হেভিওয়েট প্রার্থী শায়খে চরমোনাইয়ের প্রতিদ্বন্দ্বী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। হলফনামা ও নথিপত্রে একাধিক ত্রুটি থাকায় যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (২ জানুয়ারি) বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রুটিসমূহ: রিটার্নিং কর্মকর্তা জানান, এই আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও জামায়াত প্রার্থীর নথিপত্রে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। প্রধান ত্রুটিগুলো হলো:
৩০০ টাকার স্ট্যাম্পে প্রার্থীর অঙ্গীকারনামা সংযুক্ত না থাকা।
হলফনামার প্রতি পৃষ্ঠায় প্রার্থীর স্বাক্ষরের অনুপস্থিতি।
স্থাবর সম্পত্তির বিবরণে তথ্য ‘শূন্য’ দেখানো।
এসব কারণে তার মনোনয়নপত্র তাৎক্ষণিকভাবে বৈধ ঘোষণা করা সম্ভব হয়নি বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
আপিলের সুযোগ: মনোনয়ন স্থগিত হলেও প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। রিটার্নিং কর্মকর্তা জানান, সংক্ষুব্ধ প্রার্থী চাইলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করতে পারবেন। আপিল শুনানিতে ত্রুটি সংশোধন বা গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারলে তার প্রার্থিতা পুনর্বহাল হতে পারে।
উল্লেখ্য, বরিশাল-6 আসনটি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (শায়খে চরমোনাই)-এর আসন হিসেবে পরিচিত। এখানে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত হওয়ায় ভোটের মাঠের সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এম.এম/সকালবেলা