
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (৪ জানুয়ারি) সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগে, গত শনিবার রাতে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে মাহদী হাসানকে গ্রেফতার করে পুলিশ। তাঁর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী হবিগঞ্জ সদর থানার সামনে অবস্থান নেন। মাহাদীর মুক্তির দাবিতে তাঁরা সেখানে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
বিক্ষোভের মুখে আন্দোলনের নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে থানায় বৈঠকে বসেন। তবে ওই রাতে ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। আজ সকালে আদালত খোলার পর মাহদী হাসানকে আদালতে তোলা হলে শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাঁর জামিন আদেশ দেন।
জামিন লাভের পর মাহদী হাসান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্দোলনের চেতনা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে তাঁর মুক্তির খবরে আনন্দ প্রকাশ করেছেন সহযোদ্ধারা। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মারুফ/সকালবেলা