
নাজমুল হোসাইন মাহি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা পৌর বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৃথক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে শহরের মধুবাগ মাঠ ও নিউ মার্কেট চত্বরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয়।
বিকেলে পৌর শহরের মধুবাগ মাঠ চত্বরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্না মেহেদী বাপ্পির সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-দেবহাটা (সাতক্ষীরা-৩) আসনের ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল হক মুন্নার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, বিএনপি নেতা মিয়ারাজ হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক মিশন, আব্দুল হামিদ, মহিদুজ্জামান মহিদ, অলিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রেজাউল ইসলাম।
অন্যদিকে একই দিনে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, বিএনপি নেতা অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আহাদুজ্জামান আর্জেদ ও সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল প্রমুখ।
উভয় অনুষ্ঠানে হাজার হাজার বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনতা অংশ নেন এবং মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এম.এম/সকালবেলা