
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ ১৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম আগামী ১৩ জানুয়ারি এই তারিখ নির্ধারণ করেন।
এদিন মামলায় অভিযুক্ত আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। কারাগারে থাকা আসামি খুরশীদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে আদালতে ন্যায়বিচার প্রত্যাশা করেন। তবে শেখ হাসিনাসহ ১৭ জন আসামি পলাতক থাকায় তাঁরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। আদালতের পেশকার বেলাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্ষমতার অপব্যবহার ও চরম অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন:
শেখ হাসিনা ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।
সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন।
রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন সচিব কাজী ওয়াছি উদ্দিনসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা।
উল্লেখ্য যে, পলাতক আসামিদের অনুপস্থিতিতেই মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ১৩ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে মামলাটি রায়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।
মারুফ/সকালবেলা