
ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের পেশাদারিত্ব ও বিনয়ী স্বভাবে মুগ্ধ রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার। অভিজ্ঞ এই প্রোটিয়া কোচ মনে করেন, মুস্তাফিজের মতো পেশাদার ক্রিকেটারকে সামলানো কোচের জন্য খুবই সহজ কাজ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করেন মিকি আর্থার।
‘অসম্ভব বিনয়ী’ মুস্তাফিজ: মুস্তাফিজ সম্পর্কে আর্থার বলেন, ‘‘ফিজ দারুণ পেশাদার একজন ক্রিকেটার। দলের জন্য সে অবিশ্বাস্য। আমাদের জন্য সে অসাধারণ খেলছে। আমরা জানি, বোলার হিসেবে সে কতটা ভালো। তবে তার আরেকটি বড় গুণ হলো, সে খুব ভালো টিমম্যান এবং অসম্ভব বিনয়ী। তাকে সামলানোর কোনো বাড়তি ঝামেলা নেই। প্রতিদিন সে মাঠে নামে শুধু নিজের সেরাটা দেওয়ার জন্য।’’
আইপিএল প্রসঙ্গ ও পেশাদারিত্ব: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে মুস্তাফিজের চুক্তি বাতিল হওয়াটাকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন আর্থার। তবে মুস্তাফিজের মানসিক শক্তির প্রশংসা করে তিনি বলেন, ‘‘কেকেআরে মুস্তাফিজ ভালো একটা চুক্তি পেয়েছিল। শেষ পর্যন্ত যা ঘটেছে তা হতাশার। তবে মুস্তাফিজ এতটাই পেশাদার যে, সে বিষয়টি খুব সহজেই মেনে নিয়ে ক্রিকেটে মন দিতে পেরেছে।’’
ভাষাগত দূরত্ব ও বোঝাপড়া: আইপিএল থেকে বাদ পড়ার পর মুস্তাফিজের সঙ্গে কথা বলেছেন আর্থার। দুজনের মধ্যে ভাষাগত কিছুটা দূরত্ব থাকলেও ভাবের আদান-প্রদানে সমস্যা হয়নি বলে জানান তিনি। আর্থার বলেন, ‘‘আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি। ফিজ ও আমার মধ্যে একটু ভাষাগত দূরত্ব রয়েছে ঠিকই, তবে আমি যা জানতে চেয়েছি সে তা বুঝতে পেরেছে। আবার সে যা বলেছে, তার অর্থও আমি বুঝেছি। ব্যাপারটা আমরা ওখানেই শেষ করে সামনে এগিয়েছি।’’
এম.এম/সকালবেলা