প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
রংপুরে বিশ্ব মান দিবস পালিত

রংপুর ব্যুরো
‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে- মান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ অক্টোবর) রংপুরে ৫৬তম বিশ্ব মান দিবস উদ্যাপন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয়।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী বিপিএম, রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি এমদাদুল হক, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি মো. গোলাম জাকারিয়া পিন্টু এবং ক্যাব রংপুরের সভাপতি মো. আব্দুর রহমান।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি তাঁর বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন অর্জনে মান একটি অপরিহার্য উপাদান। মানসম্পন্ন পণ্য শুধু ভোক্তার আস্থা অর্জন করে না, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে সহায়তা করে।”
তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে উৎপাদন, বিপণন ও সেবার প্রতিটি ক্ষেত্রে মান নিশ্চিত করতে হবে।”
স্বাগত বক্তব্যে বিএসটিআই রংপুরের উপপরিচালক ও বিভাগীয় অফিস প্রধান মুবিন-উল-ইসলাম বলেন, মানসম্পন্ন পণ্য উৎপাদন টেকসই উন্নয়নের মূল ভিত্তি। নিরাপদ খাদ্য, পরিবেশ সুরক্ষা ও শিল্পোন্নয়নে আন্তর্জাতিক মান অনুসরণ ছাড়া বিকল্প নেই।”
তিনি জানান, বিএসটিআই এখন পর্যন্ত ৪৩০০-এর বেশি পণ্যের মান প্রণয়ন করেছে, যার মধ্যে ৩১৫টি পণ্যের মান নিশ্চিত করা বাধ্যতামূলক। মান নিয়ন্ত্রণে বিএসটিআই রংপুর নিয়মিত মোবাইল কোর্ট ও সার্ভেইল্যান্স অভিযান পরিচালনা করছে। গত অর্থবছরে ৪০২ টি সিএম লাইসেন্স নবায়ন, ৮৫৭টি নমুনা পরীক্ষা এবং ১১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মুবিন-উল-ইসলাম আরও জানান, রংপুরে ইতোমধ্যে মাইক্রোবায়োলজি ল্যাব চালু হয়েছে স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়াধীন। বিএসটিআই আন্তর্জাতিক মান অনুযায়ী কোয়ালিটি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা ও জ্বালানি ব্যবস্থাপনা বিষয়ে ISO সার্টিফিকেশনও প্রদান করছে।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে সঠিক মান প্রণয়ন ও বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি-বেসরকারি সহযোগিতায় মাননির্ভর শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত ও টেকসই রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
সকালবেলা/এমএইচ
© newsnet24bd All Right Reserved