প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বের হচ্ছে বিষাক্ত গ্যাস

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামের আগুন ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি নির্বাপণ হয়নি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গুদামের ভেতর থেকে ঘূর্ণিঝড়ের কুণ্ডলীর মতো সাদা ধোঁয়া বের হচ্ছে। বের হচ্ছে বিষাক্ত গ্যাস। এতে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।
আজ সকালেও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের ধোঁয়া নিয়ন্ত্রণে তৎপর দেখা গেছে ফায়ার ফাইটারদের। এমন পরিস্থিতির মধ্যেই সেখানে ভিড় করছে উৎসুক জনতা।
ফায়ার সার্ভিস বলছে, বিশেষজ্ঞ দল কেমিক্যাল স্যুট পরে গুদামের প্রধান ফটক খুলতে সক্ষম হয়েছে। ভেতরে প্রচুর সাদা ধোঁয়া রয়েছে। যা অত্যন্ত বিষাক্ত। ফলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগবে।
রাসায়নিক গুদামে বিভিন্ন ‘টক্সিক গ্যাস’ তৈরি হয়েছে। এগুলো বাতাসের সঙ্গে মিশে গেছে। এই বিষাক্ত গ্যাসে মানুষ শ্বাস নিলে ত্বক, ফুসফুস ও হার্টের সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
© newsnet24bd All Right Reserved