প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2025 ইং
জবি বিশ্ববিদ্যালয় দিবসে জমজমাট আয়োজন

জবি প্রতিনিধি
‘ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্ন জয়ে অটল প্রাণ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর উদযাপিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস।
গৌরবের দুই দশক অতিক্রম করে নব অভিযাত্রায় পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত বুধবার রাতে এ অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে উদযাপনের সূচনা করা হবে।
এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক এলাকা প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসবে।
সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় চারুকলা বিভাগ আয়োজিত চিত্র ও চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করা হবে। একই স্থানে গত বছরের চিত্র প্রদর্শনীর পুরস্কার প্রদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে সংগীত বিভাগের উদ্যোগে থাকবে মনোজ্ঞ সাংগীতিক পরিবেশনা। দুপুর ১টা ১৫ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দুপুর ২টা ৩০ মিনিটে নাট্যকলা বিভাগ আয়োজন করবে শর্টফিল্ম প্রদর্শনী ও নাটক মঞ্চায়ন।
এরপর বিকাল ৩টা ৩০ মিনিটে ফিল্ম ও টেলিভিশন বিভাগ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করবে। বিকেল ৪টা ১৫ মিনিটে বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ ও উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনা অনুষ্ঠিত হবে।
সবশেষে বিকেল ৫টা থেকে শুরু হবে ব্যান্ড সংগীত ও বহিঃ শিল্পীদের অংশগ্রহণে বর্ণিল কনসার্ট, যা দিবসটির সমাপনী অনুষ্ঠানে পরিণত হবে।
সকালবেলা/এমএইচ
© newsnet24bd All Right Reserved