প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
দেশের রিজার্ভ বেড়ে ৩২.১৪ বিলিয়ন ডলার

দেশে রেমিট্যান্সের জোয়ারে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ছাড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছাড়িয়েছে ২৭ বিলিয়ন ডলার।
বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
তথ্যানুযায়ী, বর্তমানে দেশের গ্রস রিজার্ভ ৩২ দশমিক ১৪ বিলিয়ন ডলারে অবস্থান করছে।
বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৭ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার।
এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেওয়া হয়, প্রকাশ করা হয় না।
সংশ্লিষ্ট সূত্র ২১ বিলিয়ন ছাড়িয়েছে।
সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়।
© newsnet24bd All Right Reserved