Deleted
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রযুক্তিগত জ্ঞান না থাকায় বাড়ে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা

প্রযুক্তিগত জ্ঞান না থাকায় বাড়ে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা

সাইবার সহিংসতার ব্যাপকতা তখনই বেড়ে যায়, যখন আক্রমণের শিকার নারী, কন্যা বা প্রান্তিকজন প্রযুক্তিবিমুখ হয়ে ওঠেন। সম্প্রতি নারীর প্রতি সংঘবদ্ধ সাইবার আক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বক্তারা মনে করেন, নারী ক্ষমতায়নের পথে এগিয়ে গেলেই এসব আক্রমণ বেড়ে যায়। এখানে নারীর কর্মযোগ্যতা নিয়ে আলোচনা না হয়ে বরং লিঙ্গ ও যৌন পরিচয়ভিত্তিক গালি, অপমান, শারীরিক বৈশিষ্ট্য ও পোশাক নিয়ে অপমান ইত্যাদি বিষয় সামনে আনা হয়। তাই নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে সাইবার জ্ঞান অর্জন করার ব্যবস্থা করতে হবে বলে অভিমত দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে অংশীজনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন’– এই প্রতিপাদ্য সামনে রেখে এই সভার আয়োজন করে মহিলা পরিষদ।

মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে এবং লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপপুলিশ কমিশনার মোসা. ফারহানা ইয়াসমিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নুজহাত-ই-রহমান, গণমাধ্যমকে বলেন এমন একজন রিপোর্টার দ্রোহী তারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা প্রমুখ। মূল বক্তব্য উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যলয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নোভা আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষ্ণা দেবনাথ বলেন, “আজ ধর্ষণ ও শ্লীলতাহানির চেয়েও ব্যাপক আকার ধারণ করেছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ করতে হবে।”

মূল বক্তব্যে অধ্যাপক নোভা আহমেদ সাইবার সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে কয়েকটি সুপারিশ তুলে ধরেন। সুপারিশগুলোর মধ্যে রয়েছে– সাইবার সহিংসতা বা অন্যান্য প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হলে সহায়তা চাওয়ার দিকটি প্রযুক্তি শিক্ষায় যুক্ত করা; আইনের প্রয়োগ, প্রয়োজনীয় পরিবর্তন-পরিমার্জনের ব্যবস্থা নিশ্চিত করা; দ্রুত বিচার নিশ্চিত করা; সাইবার আক্রান্তজনের নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি।

শেখ আশফাকুর রহমান বলেন, “সাইবার সহিংসতার কারণ চিহ্নিত করে প্রতিরোধের উপায় খুঁজে বের করা জরুরি।”

এস এম মনিরুজ্জামান বলেন, “বিটিআরসিকে আইনকানুন অনুসরণ করে চলতে হয়। বিটিআরসিকে আইন সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট সাইট ভিজিটের অনুমতি দেয় না। যত দ্রুততার সঙ্গে সাইবার সহিংসতার ঘটনা ঘটছে, তত দ্রুততার সঙ্গে সমাধান করা দুরূহ হয়।”

ফারহানা ইয়াসমিন বলেন, “সাইবার সহায়তা প্রদানকারী ও সাইবার সহায়তা গ্রহণকারী উভয়কে প্রযুক্তিগত বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে ও প্রশিক্ষিত হতে হবে।”

অমিত দাশ গুপ্ত বলেন, “সাইবার নিরাপত্তা আইনের সঠিক প্রয়োগ নিশ্চিতে, নৈতিক মানসম্মত জাতি তৈরিতে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন দরকার। শিক্ষায় সাইবার নিরাপত্তা আইনের দিকটি যুক্ত করতে হবে।”

দ্রোহী তারা বলেন, “সাইবার নিরাপত্তায় দ্রুত আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দিতে হবে। সচেতনতামূলক ভিডিও কনটেন্ট তৈরি করতে হবে। এআইয়ের অপব্যবহার বিষয়ে সজাগ থাকতে হবে।”

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ : কামরুল

1

বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

2

চিকিৎসাধীন অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফ

3

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

4

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

5

সখীপুরে জোঁকের উপদ্রব: মাঠে নামতে ভয় পাচ্ছেন কৃষক, ব্যাহত হচ

6

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

7

ইমরানের সন্ধানের দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

8

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

9

এ বছরও হজের বিমান টিকিটের শুল্ক প্রত্যাহার করছে সরকার

10

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

11

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন : ই

12

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

13

দেড় মাস প্রেমের পর বিয়ের পিড়িতে মম

14

৩ কোটির ঋণের বোঝা থেকে ১১ কোটির মালিক

15

শ্রীমঙ্গলে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

16

একই আসনে বিএনপি প্রার্থী বাবা-ছেলের মনোনয়নপত্র জমা

17

মুন্সীগঞ্জে জুলাই শহিদদের পরিবারকে আর্থিক অনুদান

18

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

19

এনসিপিকে ১০টি আসন ছাড়তে রাজি বিএনপি

20
সর্বশেষ সব খবর