Deleted
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্ণিল আয়োজনে কুবিতে শুরু ‘ফিন ফেস্ট-২০২৬’

বর্ণিল আয়োজনে কুবিতে শুরু ‘ফিন ফেস্ট-২০২৬’

বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি:

কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিন ফেস্ট-২০২৬। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী সংগঠন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে কেক কাটার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে আনন্দঘন শোভাযাত্রার মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান এমদাদুল হক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. মনজুর হোসাইনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দুই দিনব্যাপী এই আয়োজনে সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাডমিনটন কোর্টে একটি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ডিবেট, পাবলিক স্পিকিংসহ নানা প্রতিযোগিতার অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. মনজুর হোসাইন বলেন, “সকলের সহযোগিতায় দীর্ঘদিনের পরিকল্পনার পর আমরা সফলভাবে ফিন ফেস্ট আয়োজন করতে পেরেছি। ফিন ফেস্ট উপলক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ডিবেট, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা এবং কেস কম্পিটিশনের আয়োজন করেছি। আগামীকাল এই আয়োজনের অংশ হিসেবে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।”

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এমদাদুল হক বলেন, “আজকের প্রোগ্রামটি সফল করার জন্য যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা-কারিকুলার কার্যক্রমেও এগিয়ে আছি। আমরা টানা দুইবার ফুটবলে চ্যাম্পিয়ান হয়েছি এবং কখনোই আমাদের নামে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আসেনি। আশা করি, শিক্ষার্থীরা ডিপার্টমেন্টের এই সম্মান ও গৌরব ভবিষ্যতেও অটুট রাখবেন।”

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, “বিভিন্ন ইভেন্ট ও পুরস্কারের সমারোহে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছে, যা দেখে আমি একজন শিক্ষক হিসেবে গর্বিত। আমি নিজেও ফাইন্যান্স বিষয়ে পড়াশোনা করেছি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সের একটি কোর্স নিয়েছি; তাই এই আয়োজনের সঙ্গে নিজেকে যুক্ত মনে করি। নিঃসন্দেহে বলা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম পছন্দের তালিকায় থাকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “প্রথমেই অসুস্থতার কারণে আনন্দ রেলীতে যোগ দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। আজকের আয়োজন দীর্ঘ ছয় বছর পর ফিন্যান্স বিভাগ আবার শুরু করেছে, যা প্রশংসার দাবি রাখে। পড়াশোনার পাশাপাশি অন্যান্য জ্ঞান চর্চার কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করবে বলে আমি মনে করি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা গেলেন ঘুমন্ত চা

1

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

2

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

3

হাদিকে হত্যাচেষ্টা, সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

4

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

5

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ঝালকাঠিতে জামায়াত ও ইসলামী আন্দোলন

6

কোচিং নয়, অবসরের পর নিজের ক্লাব গড়তে চান মেসি

7

পরিস্থিতি ভালো, নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা নেই : মির্জা ফখর

8

বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

9

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

10

ঢাকার বিষাক্ত বাতাসে শ্বাসকষ্ট: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

11

নাশকতা প্রতিহত করতে মাঠে থাকবে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো

12

আলোর মুখ দেখছে না প্রধান উপদেষ্টার ‘মার্চিং অর্ডার’ বাস্তবায়

13

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

14

আমিই ইসরাইলকে ইরানে আক্রমণের দায়িত্ব দিয়েছিলাম: ট্রাম্প

15

সেন্টমার্টিন উপকূল থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

16

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমি

17

জামায়াত-বিরোধী ছেলের বক্তব্যে ক্ষুব্ধ বাবা, সম্পর্ক ছিন্নের

18

জুলাই গণঅভ্যুত্থানের মামলাসহ ৫টি মামলায় সেলিনা হায়াৎ আইভীর

19

চলতি বছরের হজকে ৫০ বছরের সেরা হজ ঘোষণা সৌদির

20
সর্বশেষ সব খবর