Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস ?

অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস ?

টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল যখন সাফল্যের ধারায় ছিল, ঠিক তখনই বিশ্বকাপের আগে নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন তিনি। টানা ৩টি সিরিজ জয় এবং এশিয়া কাপের ফাইনালের লড়াইয়ে থাকা দলটিকে নিয়ে যখন ভক্তরা আশায় বুক বাঁধছিলেন, তখন দলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এল।

চলতি বছরের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব পেলেও লিটন আগে থেকেই বাংলাদেশের টি-টোয়েন্টির কাণ্ডারি। ২০২৪ সালের শেষ সিরিজে তার অধীনেই ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের কাছে হারলেও, পরবর্তীতে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ। এমনকি আফগানিস্তানকেও ৩-০ ব্যবধানে হারায় দলটি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলটি একটি ভালো মোমেন্টাম বা ছন্দে ছিল।

কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের দলে শামীম হোসেন পাটোয়ারীকে বাদ দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন লিটন। তার অভিযোগ, অধিনায়ক হিসেবে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। শামীম রানে না থাকলেও তাকে নিয়ে অধিনায়কের বিশেষ পরিকল্পনা ছিল। কিন্তু তাকে কিছু না জানিয়েই দল থেকে বাদ দিয়েছেন নির্বাচকরা।

গতকাল সংবাদ সম্মেলনে লিটন ক্ষোভ প্রকাশ করে বলেন, “শামীম থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল (সিদ্ধান্ত) না, পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে কোনো কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে।”

তিনি আরও জানান, বোর্ড ও নির্বাচক প্যানেল থেকে তাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, তাকে যে দল দেওয়া হবে, তা নিয়েই কাজ করতে হবে। তিনি বলেন, “আমি এত দিন জানতাম, যখন অধিনায়ক হয় মানুষ, তার দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। কিন্তু সম্প্রতি জানতে পারলাম, যে দলটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই দলটাকে নিয়ে ভালো কিছু দেওয়া মাঠে।”

অন্যদিকে, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কোনো রাখঢাক না রেখেই জানিয়েছেন, অধিনায়কের চাওয়া পূরণ করা তাদের প্রধান লক্ষ্য নয়। তিনি বলেন, “আমাদের কারও অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। কারণ, আমরা তাদের মতামত নিয়েছি। এটা আমাদের চাকরি। আমি কী বলব যে অধিনায়ক-কোচ যেভাবে বলেছে, সেভাবে দল দিয়ে দিয়েছি? তাহলে আর আমাদের থাকার দরকার কী?”

অধিনায়ক হিসেবে স্বাধীনতায় এমন হস্তক্ষেপ চলতে থাকলে নেতৃত্বে থাকবেন কি না—এমন প্রশ্নের জবাবে লিটনের স্পষ্ট জবাব, “ওটা পরে দেখা যাবে।” এরপর বিশ্বকাপ প্রসঙ্গ উঠতেই তিনি নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে বলেন, “বিশ্বকাপ পর্যন্ত আমি থাকি কি না দেখেন!”

লিটনের এমন মন্তব্যে বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ ক্রিকেটে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

1

মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো বিডি ক্

2

ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে ভুটানের প্রধানমন্ত্রীর সফর:

3

ব্রুনাইকে বিধ্বস্ত করে বাংলাদেশের ৮ গোলের জয়

4

পাকা চুল কি সত্যিই ক্যানসারের ঝুঁকি কমায়?

5

ইরানে চলমান বিক্ষোভে ৯ শিশুসহ নিহত ৫১

6

ইসির সংলাপে হট্টগোল, ইসলামী ঐক্যজোটের এক পক্ষকে বের করে দিল

7

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান

8

বিএনপির দপ্তরে মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে অস্থিরতা চরমে

9

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে:

10

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ

11

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা এখনো সংকটজনক, কোনো

12

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসনাত কাইয়ুম ও শফিকুল, বহাল বিএ

13

কড়াইল বস্তির আগুনে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

14

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

15

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শার

16

৭ ডিসেম্বরের পর নির্বাচনী তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

17

জোবায়েদ হত্যাকাণ্ড, প্রধান সন্দেহভাজনকে থানায় দিলেন তাঁর মা

18

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

19

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

20
সর্বশেষ সব খবর