Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির বিতর্কিত মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ-০১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিন্নাটি, মারিয়া ও চৌদ্দশত—এই তিন ইউনিয়নের সংযোগস্থলে আয়োজিত মানববন্ধনে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

কর্মসূচিতে মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মাসুদ হিলালী, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি সোহেল), জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক জজ রেজাউল করীম খান চুন্নু এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন।

মানববন্ধন চলাকালে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সড়কের মোড়ে অবস্থান নেন। এতে সাময়িকভাবে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। তবে বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরী সেবায় নিয়োজিত প্রয়োজনীয় যান চলাচলের ব্যবস্থা রাখা হয়।

কর্মসূচিতে বক্তারা কিশোরগঞ্জ জেলাকে দ্বিখণ্ডিত করার ষড়যন্ত্রকারী হিসেবে শরীফুল আলমকে আখ্যায়িত করে তাঁকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান। এ সময় আন্দোলনকারীদের অনেকে সড়কের মাঝে কাগজ বিছিয়ে বসে এবং কেউ কেউ শুয়ে প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, গত ৪ ডিসেম্বর ঘোষিত বিএনপির দ্বিতীয় দফা মনোনয়ন তালিকায় কিশোরগঞ্জ-০১ আসনে মাজহারুল ইসলামের নাম প্রকাশ হলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের অভিযোগ, তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে থেকেও বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না এবং আওয়ামী লীগের দোসরদের সঙ্গে আঁতাত করে চলেছেন। এছাড়া ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে বেআইনি কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গেও তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

নেতাকর্মীদের আরও দাবি, পূর্ববর্তী নির্বাচনে তিনি প্রকাশ্যে নৌকার পক্ষে কাজ করেছেন। এমন একজন অজনপ্রিয় নেতাকে শরীফুল আলমের লবিং ও অর্থের জোরে মনোনয়ন দেওয়া হয়েছে বলে তাঁদের ধারণা। প্রায় সাড়ে পাঁচ লক্ষ ভোটারের এই আসন তাঁর মাধ্যমে রক্ষা করা অসম্ভব বলেও মত দেন মাঠপর্যায়ের নেতাকর্মীরা।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনের অনুরোধে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

1

ঢাকায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

2

সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল

3

বরিশাল-৫: ‘মানবতার ফেরিওয়ালা’ ডা. মনীষা চক্রবর্তীতে কাঁপছে হ

4

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদায়ন

5

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

6

হাদি হত্যার বিচার দাবি: তারেক রহমান ফিরতেই ফের শাহবাগ অবরোধে

7

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

8

ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাইলেন স্বরাষ্ট্র

9

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

10

গোপালগঞ্জ–২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন লুটুল ভূইয়া, বদলে য

11

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভিপি সোহেলের দোয়া মাহফিল আয়োজন

12

মাত্র ৩ মাসে কুরআনের হাফেজ হলো শিশু মাহাদী

13

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্

14

হাদি হত্যা: আদালতে সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

15

আবারও থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত, ঝুঁকিতে ট্রাম্পের

16

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

17

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না: আম

18

ইনসাফভিত্তিক দেশ গড়তে আলেমদের সমর্থন চাইলেন তারেক রহমান

19

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ২ হাজার ৩৩১ জনের

20
সর্বশেষ সব খবর