Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্র হলেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ষড়যন্ত্র হলেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

যত ষড়যন্ত্রই হোক না কেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনও ধরনের শঙ্কা নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “সবার সহযোগিতায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে।”

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরে ‘বিজিবি দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি সদস্যদের উদ্দেশ্যে বলেন, “দেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন কোনোভাবেই সীমান্ত দিয়ে বিদেশে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।” একই সঙ্গে সীমান্ত দিয়ে অস্ত্র, মাদক ও সব ধরনের চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চোরাকারবারিদের সহায়তাকারী কোনও কর্মকর্তার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

নির্বাচনের আগে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছে। নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি পূর্ণ প্রস্তুত রয়েছে।” তিনি আশ্বস্ত করেন যে, নাশকতা বা ষড়যন্ত্রের মাধ্যমে ভোটের পরিবেশ নষ্ট করার যে-কোনও চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এ ঘটনার মূল হোতা এখনও পলাতক থাকলেও তার স্ত্রীসহ বেশ কয়েকজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। জুলাই-আগস্টের পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো এখনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের দমনে সজাগ রয়েছে।” 

এর আগে বিজিবি দিবসের মূল অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বিজিবিকে একটি ‘ত্রিমাত্রিক শক্তি’ হিসেবে অভিহিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণে বিজিবির ভূমিকা অতুলনীয়। সরকার এই বাহিনীর সক্ষমতা ও আধুনিকায়ন বাড়াতে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: মাদুরোকে আটক ইস্যুতে ট্

1

ফ্রান্সে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

2

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

3

মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপা

4

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

5

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় নতুন যেসব দেশ

6

ইনকিলাব মঞ্চের নতুন চার দাবি

7

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকা

8

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

9

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ

10

ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম

11

পরিবেশ সূচকে উন্নতি রাতারাতি সম্ভব নয়, ধারাবাহিকতা প্রয়োজন:

12

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

13

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা উঠবে কার হাতে ?

14

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ, বাধা ন

15

নির্বাচন ও গণভোট: সাত দিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিন

16

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহ

17

‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা’

18

বগুড়ার সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

19

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

20
সর্বশেষ সব খবর