Deleted
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

ইরানে আয়োজিত এক ম্যারাথনে নারীদের মাথায় হিজাব না থাকাকে কেন্দ্র করে দুই আয়োজককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) কিশ দ্বীপে আয়োজিত ওই প্রতিযোগিতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর দ্রুতই এই ব্যবস্থা নেওয়া হয়।

ম্যারাথনে প্রায় দুই হাজার নারী ও তিন হাজার পুরুষ আলাদা বিভাগে অংশ নেন। লাল টি-শার্ট পরা কয়েকজন নারী দৌড়বিদকে হিজাব বা মাথা কোনও কাপড়ে ঢেকে রাখতে দেখা যায়নি, যা দেশটির রক্ষণশীল মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ক্ষমতাসীনদের দিক থেকে নারীদের ওপর চাপিয়ে দেওয়া দমনমূলক নীতির প্রত্যাখ্যানের বার্তা হিসেবে ওই নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন সমাজের প্রগতিশীল অংশ। তবে, বর্তমান ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ হিসেবে দেখে তৎক্ষণাৎ বলপ্রয়োগ করেছে ইরান সরকার।

সরকারের তরফ থেকে বলা হয়, কেবল হিজাব আইনের লঙ্ঘন নয়, বরং পুরো ম্যারাথন আয়োজনের প্রকৃতি ছিল “অগ্রহণযোগ্য”। কিশের প্রসিকিউটর জানান, দৌড়টি যেভাবে আয়োজন করা হয়েছিল, সেটাকেই ছিল “সামাজিক শালীনতার লঙ্ঘন”। অবশ্য ‘শালীনতা’র মাপকাঠিতে ঠিক লঙ্ঘনটা কোথায় হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।

ইরানে রাজনীতির ভবিষ্যৎ আলোচনায় হিজাব ইস্যু বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। কখনও কর্তৃপক্ষ কিছুটা শিথিলতার লক্ষ্মণ দেখালেও নারীদের নিজের জীবন স্বাধীনভাবে পরিচালনার জন্য দমন-পীড়ন চালানো হয়। তিন বছর আগে কুর্দি তরুণী মাহসা আমিনির মাথার কাপড়ের ফাঁক দিয়ে কয়েক গোছা চুল দেখে যাওয়ার ‘অপরাধে’ তাকে হাজতে নেওয়া হয়। পরবর্তীতে তার মৃত্যু হয়, যা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়েছিল বলে ঘোষণা দেয় পুলিশ।

কিন্তু আমিনির মাথায় আঘাতের চিহ্ন এবং হিজাব নিয়ে কর্তৃপক্ষের বহু বছরের দমনপীড়নের ইতিহাসের কারণে, তাকে পুলিশি হেফাজতে হত্যা করা হয়েছে বলে বিশ্বাস করে জনগণ। তখন থেকে সরকারের প্রতি চ্যালেঞ্জের অংশ হিসেবে অনেক নারী প্রকাশ্যে হিজাব ছাড়াই বের হন, যা সাম্প্রতিক সময়ে নতুন করে কঠোর হাতে দমনের চেষ্টা করছে কর্তৃপক্ষ।

নারীদের পোশাকে নজরদারির জন্য গোয়েন্দাদের নতুনভাবে নামানো হবে বলে হুঁশিয়ার দিয়েছেন বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি ইজেই। তিনি বলেন, ‘অনিয়ন্ত্রিত’ পোশাক–পরিচ্ছদ ও ‘অনাবৃত’ অবস্থাকে উৎসাহিত করা ব্যক্তিদেরও শনাক্ত করা হচ্ছে।

প্রকৃত অপরাধ তদন্তের বদলে কে কী পড়লো, তা দেখার জন্য গোয়েন্দাদের নামিয়ে দিলে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার পরিস্থিতি কী হবে এবং নারীদের দেহের দিকে শ্যেন দৃষ্টিতে চেয়ে থাকার গুরুদায়িত্বপ্রাপ্ত দলটির সদস্যরা পুরুষ হবেন নাকি নারী- সে বিষয়ে ওই বক্তব্যে কিছু স্পষ্ট করা হয়নি।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ার

1

ময়লার গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

2

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

3

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

4

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরি

5

অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতি তৈরি করছে, যাতে নির্বাচন ব্য

6

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জ

7

ঘরোয়া উপায়ে দূর করুন ঘাড়ব্যথা

8

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

9

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান

10

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

11

ভোটের দিন ঘনালে উন্নত হবে আইনশৃঙ্খলা: সিইসি

12

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর কবরের পাশে সমাহিত হলেন খালেদা জিয়

13

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

14

রেলের ৬৪ শতাংশ পথই ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ

15

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

16

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন : ই

17

মুগদায় ভূমিকম্পে ছাদের রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

18

ইমরানের সন্ধানের দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

19

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

20
সর্বশেষ সব খবর