Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

বগুড়া প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘বিগত দিনের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি। তবে আগামী দিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় দলের নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’’

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়া জেলা বিএনপি এই ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ ও জনকল্যাণমূলক প্রকল্পের আয়োজন করে।

শহীদ হাদি ও জুলাই বিপ্লব: বক্তব্যের শুরুতেই তারেক রহমান সদ্য প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘‘ওসমান হাদি ছিলেন গণতন্ত্রের এক অকুতোভয় যোদ্ধা। তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।’’

তিনি আরও বলেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর জুলাই আন্দোলনের শহীদদের সম্মান ধরে রাখতে হলে দেশ পুনর্গঠনের কাজে সবাইকে একযোগে ঝাঁপিয়ে পড়তে হবে। স্বৈরাচারমুক্ত এই নতুন স্বাধীনতাকে সার্থক করতে ধ্বংসস্তূপ থেকে দেশ গড়ার বিকল্প নেই।

বগুড়াবাসীর জন্য উপহার: শহীদদের স্মৃতি অমর করে রাখতে জেলা বিএনপির নেওয়া ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন তারেক রহমান। অনুষ্ঠানে তিনি ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য ‘ফ্রি ওয়াই-ফাই’ সেবার শুভ সূচনা করেন।

প্রাথমিকভাবে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এবং সরকারি আজিজুল হক কলেজসহ জেলার ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে। আয়োজকরা জানান, দ্রুততম সময়ের মধ্যে জেলার আরও ৪০টি স্থানে এই ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ করা হবে। তারেক রহমান বলেন, ‘‘এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণ প্রজন্ম শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে এবং ইন্টারনেটের মুক্ত ব্যবহারের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে পারবে।’’

সম্মাননা ও উপস্থিতি: অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর সদস্য এবং আন্দোলনে আহত যোদ্ধাদের বিশেষ সম্মাননা জানানো হয়। এ সময় জেলা বিএনপির বর্তমান ও সাবেক শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৫৫

1

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

2

দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ

3

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

4

হাজারো নেতাকর্মীদের স্লোগানে মুখর বিমানবন্দর সড়ক

5

জামায়াতের প্রচারণায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ সদস্য

6

বাউলের কটূক্তি: মানিকগঞ্জে তাওহিদী জনতার সংবাদ সম্মেলন, বিশৃ

7

ভারতকে ১৯১ রানে উড়িয়ে যুব এশিয়া কাপে পাকিস্তানের ঐতিহাসিক শি

8

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার লাগানোয় ৫ শিক্ষার্থী আটক

9

জলঢাকায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া: জলপাই গাছে উঠেও রক্ষা পেলে

10

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

11

আজ হোয়াইট হাউসে বসছেন ট্রাম্প-মামদানি, আলোচনা যা নিয়ে

12

শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিত

13

প্রযুক্তিগত জ্ঞান না থাকায় বাড়ে নারী ও কন্যার প্রতি সাইবার

14

খুলছে সম্ভাবনার নতুন দুয়ার: জাপান নেবে এক লাখ বাংলাদেশি কর্ম

15

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

16

নির্বাচনের মুহূর্ত হবে জাতির জন্য ঐতিহাসিক: প্রধান উপদেষ্টা

17

এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছ : কামরুল

18

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

19

উত্তরবঙ্গে তারেক রহমানের চার দিনের সফর, থাকছে যেসব কর্মসূচি

20
সর্বশেষ সব খবর