Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

২৪০ দিন পর ফিরে ফ্লপ সৌম্য, আর কতো সুযোগ পাবেন এই ওপেনার?

২৪০ দিন পর ফিরে ফ্লপ সৌম্য, আর কতো সুযোগ পাবেন এই ওপেনার?

২৪০ দিনের অপেক্ষা শেষে অবশেষে ওয়ানডেতে ফিরেছিলেন সৌম্য সরকার। শেষবার জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন চ্যাম্পিয়নন্স ট্রফিতে এই বছরের ফেব্রুয়ারিতে, দীর্ঘ বিরতির পর আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ফের একাদশে সুযোগ পান বাঁহাতি ওপেনার। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি তার জন্য শুভ হলো না-ব্যাট হাতে ফিরলেন মাত্র ৪ রান করে।

ওয়েস্ট ইন্ডিজ পেসার জেডেন সিলসের অফস্টাম্পের বাইরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন তিনি। মারার মতো বল পেয়েছিলেন, কিন্তু শটটা গ্যাপে রাখতে পারেননি। মাথার ওপর দিয়ে চমৎকার এক ক্যাচ নেন রোস্টন চেইস। সৌম্যের ব্যাট থেকে আসা একমাত্র চারটিই রইল তার ফিরে যাওয়ার আগে ছোট্ট এক ঝলক হয়ে। ৬ বলে ৪ রানে থামলেন তিনি।

আজ সৌম্যকে দলে ফেরানোর বড় কারণ ছিল ওপেনিং জুটিতে বাংলাদেশের ব্যর্থতা। চলতি বছর এখন পর্যন্ত ৯ ইনিংসেও ওপেনিং জুটি ৫০ রানের পার্টনারশিপ গড়তে পারেনি একবারও। এমনকি ছয়বার প্রথম উইকেট গেছে ২০ রানের আগেই। সেই ব্যর্থতার সমাধান খুঁজতেই নির্বাচকেরা ফিরিয়ে আনেন অভিজ্ঞ সৌম্য সরকারকে। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারলেন না তিনিও।

তবে শুরুটা আশাব্যঞ্জকই ছিল। সাইফ হাসানের সঙ্গে ইনিংসের শুরুতে একটি দারুণ কভার ড্রাইভ মেরে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সাইফের বিদায়ের পর পরের ওভারেই তিনিও ফেরেন। সিলসের অফস্টাম্পের বাইরে পিচ করা বলটি কভার দিয়ে পাঠাতে চেয়েছিলেন সীমানার বাইরে, কিন্তু পা নড়েনি, টাইমিং হয়নি-ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে চেইসের হাতে।

বাংলাদেশ দলের জন্য এটি কেবল একটি ম্যাচ নয়, বরং আত্মমর্যাদা পুনরুদ্ধারের লড়াই। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের ক্ষত এখনো শুকোয়নি। সেই ব্যর্থতা পেছনে ফেলে নতুন করে শুরু করতে আজ মিরপুরের মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।

আজকের একাদশে নতুন সংযোজন হিসেবে আছেন তরুণ ব্যাটার ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। সাইফ হাসানের কাছ থেকে ওয়ানডে ক্যাপ পেয়ে অভিষেক হয় তার, তিনি দেশের ১৫৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে নাম লেখান। ২৬ বছর বয়সী এই ব্যাটার এর আগে টেস্টে অভিষেক করেছিলেন, তবে সেখানেও বড় কিছু করতে পারেননি। ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে তার পরিসংখ্যান অবশ্য বেশ সমৃদ্ধ-৯৬ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ২৮টি ফিফটি, গড়ে প্রায় সাড়ে তিন হাজার রান। মিডল অর্ডারের স্থিতিশীলতা ফেরাতে তাকেই বেছে নিয়েছেন নির্বাচকেরা।

তবে ওপেনিং ব্যর্থতা আজও থেকে গেল। সৌম্যের ব্যাটে ফের জ্বলে উঠল অস্থিরতা, আস্থা নয়। দীর্ঘ অপেক্ষার পর তার ফেরা তাই এখন প্রশ্নের মুখে-আর কতবার সুযোগ পাবেন তিনি জাতীয় দলে নিজেকে প্রমাণ করার?


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছে বরিশালের লক্ষাধিক নেতাকর

1

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় ভারতে মেডিকেল কলেজের স্বীকৃতি ব

2

জনমত জরিপ: ৭০ শতাংশ ভোটারের পছন্দ বিএনপি, দ্বিতীয় অবস্থানে জ

3

পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

4

যুক্তরাষ্ট্র সক্ষমতার পরীক্ষা নিতে চাইলে ইরান যুদ্ধের জন্য প

5

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

6

বেগম জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

7

ক্রিকেটারকে অপমান করা মানে আমাদের দেশকে অপমান করা: মির্জা ফখ

8

রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া

9

আবারও দেশে ভূমিকম্প

10

নরিগা, সাদ্দাম নাকি হার্নান্দেজ: মার্কিন জিম্মায় মাদুরোর পরি

11

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা নিষেধ, গরিবদের অর্থ দানের নি

12

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

13

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

14

ইয়েমেন বিমানবন্দরে অবতরণের অনুমতি পেলো না সৌদি প্রতিনিধি

15

ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

16

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

17

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

18

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মাওলানা মামুনুল হক

19

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা জানতে

20
সর্বশেষ সব খবর