জীবন কুমার রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে ৭৫৮ বোতল ভারতীয় যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে জেলার বিরামপুর ও সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়। শনিবার (১০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্প এবং দিনাজপুর সদর উপজেলার খানপুর বিওপি সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ‘‘বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ সিরাপ আটক করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী এই অভিযান জোরদার থাকবে।’’
মন্তব্য করুন