রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে রাজধানীর যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে জনভোগান্তি চরমে পৌঁছেছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে টেকনিক্যাল মোড়, সায়েন্সল্যাব, তাঁতীবাজার ও মহাখালীর আমতলী মোড়সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন। একই সময়ে সহপাঠী সাকিবুল হত্যার বিচার দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড় অবরোধ করেন।
অবরোধের ফলে এসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষার পর হেঁটে গন্তব্যে রওনা দেন।
লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল কবীর তরফদার বলেন, “তাঁতীবাজার এলাকায় শিক্ষার্থীদের অবরোধের কারণে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
অন্যদিকে টেকনিক্যাল মোড় অবরোধ প্রসঙ্গে দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল বলেন, “বাংলা কলেজের শিক্ষার্থীদের অবরোধের ফলে গাবতলী থেকে মিরপুর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের সড়ক ছাড়ার অনুরোধ জানানো হচ্ছে।”
পুলিশ জানায়, বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কোথাও কোথাও স্বল্প সময়ের অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মন্তব্য করুন