মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বালুর স্তূপ জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জোঁকাহাট সংলগ্ন চকবালু আমিনগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মী প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় আত্রাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু স্তূপ করে রাখা হলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা আগেই সটকে পড়ে। ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও বালুর স্তূপ দুটি জব্দ করে স্থানীয়ভাবে বাজারমূল্য নির্ধারণ করা হয়। জব্দকৃত বালুর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৬৩ হাজার ৭৭০ টাকা ধরা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে নিলামের আয়োজন করা হয়।
নিলাম প্রক্রিয়ায় অংশ নিতে বিডি জমা প্রদানের মাধ্যমে মোট ২১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে আব্দুস সালাম সর্বোচ্চ ৭১ হাজার টাকা দর প্রদান করে নিলামে জয়ী হন। নিয়ম অনুযায়ী সরকারি ভ্যাট, আয়কর ও প্রস্তাবিত মূল্য পরিশোধ সাপেক্ষে তাকে বালুগুলো সরিয়ে নেওয়ার অনুমতি প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, সরকারি অনুমতি বা ইজারা ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের ফলে পরিবেশ ও জনপদের ব্যাপক ক্ষতি হয়। তিনি আরও জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর এবং জনস্বার্থে এ ধরনের নিয়মিত অভিযান ও নজরদারি আগামীতেও অব্যাহত রাখা হবে।
আর.এম/সকালবেলা
মন্তব্য করুন