Deleted
প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচনীয় হার

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচনীয় হার

২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্বের প্লে অফ সিরিজে টানা দ্বিতীয় ম্যাচেও শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। এই দুই জয়ের মাধ্যমে পাকিস্তান সিরিজ জিতে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে। আগামী রোববার দুই দলের মধ্যকার তৃতীয় ম্যাচটি এখন কেবলই নিয়মরক্ষার আনুষ্ঠানিকতা।

গতকাল প্রথম ম্যাচে বাংলাদেশ ৮-২ গোলে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে সেই পরাজয় আরও গভীর হয়েছে। প্রথম ম্যাচে দুই গোল দিলেও, আজকের ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের জালে কোনো বল পাঠাতে পারেনি। উল্টো গতকালের মতো আজও আটটি গোল হজম করে বাংলাদেশ।

আজকের ম্যাচের স্কোর লাইন ছিল: প্রথম কোয়ার্টারে ১-০, দ্বিতীয় কোয়ার্টারে ৪-০, তৃতীয় কোয়ার্টারে ৫-০, এবং শেষ কোয়ার্টারে ৮-০। বাংলাদেশ গোল করার কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথম ম্যাচে ৮টি পেনাল্টি কর্নার থেকে পাকিস্তান এক গোল করলেও, আজকের ম্যাচে তারা ১১টি পেনাল্টি কর্নার পেয়ে চারটি গোল আদায় করে নেয়।

পাকিস্তানের হয়ে গোলদাতারা হলেন: সুফিয়ান খান (৬ ও ১৯ মিনিটে), রানা ওয়াহিদ আশরাফ (১৩ ও ৫৭ মিনিটে দুটি ফিল্ড গোল), ওয়াহিদ (৩০ মিনিটে পেনাল্টি কর্নার), শহিদ হাান্নান (৩২ মিনিটে পেনাল্টি কর্নার), আফরাজ (৫৩ মিনিটে ফিল্ড গোল) এবং আম্মাদ ভাট (৫৯ মিনিটে পেনাল্টি কর্নার)।

হকিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের কোনো রেকর্ড নেই। এবারের সিরিজে সেই প্রতিদ্বন্দ্বিতাও দেখা গেল না। দুই ম্যাচে বাংলাদেশের জালে মোট ১৬টি গোল দিয়েছে পাকিস্তান। জানা গেছে, গত ম্যাচে মাথায় আঘাত পাওয়া রোমান সরকার আজকের ম্যাচে না থাকায় বাংলাদেশের ডিফেন্সে কিছুটা দুর্বলতা লক্ষ্য করা গেছে।

গতকাল হারের পর অধিনায়ক রেজাউল বাবু বলেছিলেন, “পরের ম্যাচে ভালো করবো।” তবে আজকের ফলাফল আরও খারাপ হয়েছে।

তরুণ খেলোয়াড় ওবায়দুল হক জয় আজকের ফলাফল নিয়ে বলেন, "আসলে আমাদেরকে আমাদের কোচ যেটা পরিকল্পনা দিয়েছিল, অনেক সময় যে পরিকল্পনায় থাকতে পারি নাই, যার কারণে আমরা গোলগুলো খেয়েছি। আজকে আমরা সুযোগ পাইছিলাম, যে সুযোগগুলো আমরা কাজে লাগাইতে পারি নাই। যার কারণে আজকে আমরা গোল পাই নাই।"

১৮ নভেম্বর বাংলাদেশ অ-২১ দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে। সিনিয়র দলে এই অ-২১ দলের সাত জন সদস্য রয়েছেন, যার মধ্যে জয় অন্যতম। পাকিস্তানের বিপক্ষে এই খেলা তাদের জন্য বড় শিক্ষা মন্তব্য করে জয় বলেন, "পাকিস্তান অনেক বড় টিম। ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, এটা আমাদের কাছে অনেক কিছু। আর আমি, আমি নিজে পার্সোনালি মনে করি যে আজকে যে ম্যাচটা, তো আমাদের আরেকটু যদি সময় পাইতাম, তাহলে সেই ক্ষেত্রে মনে হয় আরও ভালো হতো।"

পাকিস্তানের খেলোয়াড় ওয়াহিদ বিশ্বকাপ বাছাই নিশ্চিত হওয়ায় খুশি। ভারতে এশিয়া কাপ হওয়ায় পাকিস্তান অংশ নেয়নি। এজন্য এশিয়ান হকি ফেডারেশন এশিয়া কাপের ষষ্ঠ দলের সঙ্গে এই প্লে অফ সিরিজ আয়োজন করে। ভারত ইতোমধ্যে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। পাকিস্তান বিশ্বকাপ বাছাই উতরে বিশ্বকাপে উঠলে ভারতের সঙ্গে খেলবে কিনা এই প্রশ্নে ওয়াহিদ বলেন, "ভারতে গিয়ে আমরা ভারতের সঙ্গে খেলিনি। নিরপেক্ষ ভেন্যুতে সেটা বেলজিয়ামে হকি বিশ্বকাপ খেলতে কোনো সমস্যা নাই।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার কারণেই বেগম জিয়ার অসুস্থতা: রিজভী

1

সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

2

পিস্তল ঠেকিয়ে এতিমখানার ১২ গরু ডাকাতি, আহত ৮

3

একাত্তরকে ভুলে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

4

প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ

5

ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে: সালাহউদ্দিন

6

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানীতে হামলা

7

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল

8

৮ খণ্ডে ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

9

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে পদত্যাগের দাবী তুললেন সাদি

10

হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা

11

চলছে ওসমান হাদির জানাজার প্রস্তুতি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খল

12

শান্তিপূর্ণ নির্বাচন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সততার ওপর

13

‘বানিয়াচং থানা ও এসআই সন্তোষকে আমরাই পুড়িয়েছি’

14

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

15

ইবোলার থেকেও শক্তিশালী প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাসের চোখ রাঙান

16

আওয়ামী লীগ মানুষ নয়, পশু: শিবির সভাপতি জাহিদুল

17

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

18

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা রুখে দিতে হবে: মির্জা ফখরুল

19

ভারত-পাকিস্তানের সামরিক মহড়া একই সময়ে, নেপথ্যে কী?

20
সর্বশেষ সব খবর