Deleted
প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

গৃহযুদ্ধের ছায়া ও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে ব্যাপক সন্দেহের মধ্যেই মিয়ানমারে সাধারণ নির্বাচন শুরু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টায় ভোটকেন্দ্র খোলা হয়।

সূর্য ওঠার পর থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের আসতে দেখা গেছে। তবে দেশটির সামরিক সরকার আয়োজিত এই ভোটকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রহসন বলে অভিহিত করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কঠোরভাবে নিয়ন্ত্রিত নির্বাচন দেশটির ৩৩০টি টাউনশিপের প্রায় এক-তৃতীয়াংশে হচ্ছে। তবে চলমান গৃহযুদ্ধের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির বিস্তীর্ণ এলাকা এখনও ভোটগ্রহণের বাইরে রয়ে গেছে, যেখানে সামরিক বাহিনীর সঙ্গে বিভিন্ন বিরোধী সশস্ত্র গোষ্ঠীর তীব্র সংঘর্ষ চলছে।

প্রথম ধাপের ভোটগ্রহণের পর আগামী ১১ জানুয়ারি ও ২৫ জানুয়ারি আরও দুটি দফায় ভোট অনুষ্ঠিত হবে। তবে মোট ৬৫টি টাউনশিপে ভোটগ্রহণ পুরোপুরি বাতিল করা হয়েছে।

ফলে দেশটির অন্তত ২০ শতাংশ মানুষ এই পর্যায়ে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের প্রায় পাঁচ বছর পর ধাপে ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়, যা পরে রূপ নেয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে। পর্যবেক্ষকদের মতে, চীনের সমর্থনে জান্তা সরকার এই নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতা বৈধ ও সুসংহত করতে চাইছে।

সামরিক সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিসহ ছয়টি দল সারাদেশে প্রার্থী দিয়েছে। তবে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ প্রায় ৪০টি দল নিষিদ্ধ। সু চি ও তার দলের শীর্ষ নেতারা কারাবন্দি বা নির্বাসনে রয়েছেন।

নতুন একটি আইনের আওতায় নির্বাচন বিরোধিতা বা ব্যাঘাতের অভিযোগে এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে। এই আইনে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নির্বাচন প্রচারণামূলক একটি চলচ্চিত্রের সমালোচনা করায় চলচ্চিত্র পরিচালক মাইক টি, অভিনেতা কিয়াও উইন হটুট ও কৌতুক অভিনেতা ওহন ডাইংকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন, মিয়ানমারে মতপ্রকাশ, সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার কোনও পরিবেশ নেই। তিনি বলেন, সাধারণ মানুষ সব দিক থেকেই চাপে রয়েছে। একদিকে সেনাবাহিনী, অন্যদিকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর ভোট বর্জনের হুমকি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালী-৫: জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন মা

1

প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাতে সালমান এফ রহমানসহ ৯৪ জনের ব

2

রাষ্ট্র ৭১-এর স্বপ্ন পূরণ করতে পারেনি: তথ্য উপদেষ্টা

3

বাহারকন্যার অর্থায়নে ছাত্রলীগের নাশকতার চেষ্টা, গ্রেফতার ৪৪

4

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

5

জাতি শেখ হাসিনার রায়ের অপেক্ষায়: মির্জা ফখরুল

6

টানা তৃতীয় মৌসুমেও চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্বে রুতু

7

ফেনীর পরশুরামে বিজিবি'র অভিযানে শতাধিক শালিক মুক্ত

8

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

9

পদ্মার চরজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘কাঁকন বাহিনী’

10

সীমান্তে আরাকান আর্মির দাপট, ৯ মাস ধরে অচল টেকনাফ স্থলবন্দর

11

শহীদ ওসমান হাদির জানাজা ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশন

12

ক্ষমতায় গেলে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহা

13

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হা

14

থামানো গেছে বেগম জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ

15

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

16

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

17

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

18

ফরিদপুর-২ আসনে লড়বেন শ্যামা ওবায়েদ

19

৮ খণ্ডে ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

20
সর্বশেষ সব খবর