Deleted
প্রকাশ : সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নয়নের প্রত্যাশিত আসনে ধানের শীষের প্রার্থী নিতাই রায়

নয়নের প্রত্যাশিত আসনে ধানের শীষের প্রার্থী নিতাই রায়

মাগুরা-২ আসনে থেকে নির্বাচনের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৩ নভেম্বর) গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করেন।

এ আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

নয়ন সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত।

শনিবার (১ নভেম্বর) বিকালে রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। ৫ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থী যেই টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে। এ ছাড়া ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করছে ওই টাকা দিয়েও একটা গণভোট আয়োজন করা সম্ভব।

যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করেছেন দলের এক নেতা। এরপর নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে নয়ন বলেন, ‘এনসিপির এ বিতর্কিত নেতা নিজেকে ভাইরাল করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন নেতাদের সম্বন্ধে খুবই আজেবাজে মন্তব্য করে থাকেন। সোমবার তিনি এসব কথা বলেন।

সম্প্রতি মাগুরায় দুটি জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পাশাপাশি দলের জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন ইউনিট পরিচালনায় ভূমিকা রেখে বেশ প্রশংসিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বিগত সরকারের সময় পুলিশি নির্যাতনের শিকার নয়ন মহম্মদপুর উপজেলার সন্তান। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে দাঁড়িয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি। একইভাবে সরকার পতনের পর মাগুরা-২ নির্বাচনি এলাকা ছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও দরিদ্র মানুষের প্রতি তিনি সহায়তার হাত আরও প্রসারিত করেছেন বলে জনশ্রুতি রয়েছে।

নয়ন মাগুরার মহম্মদপুরের নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আক্কাস শেখের ছেলে। নয়ন স্কুলজীবন শেষ করে ঢাকা গিয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। তখন তিনি ঢাকা মহানগর উত্তর ৪৭ নম্বর ওয়ার্ড, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হন। পরে তার বিচক্ষণতা ও সাহসী নেতৃত্বের কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে পর্যায়ক্রমে ঢাকা মহানগর পূর্বে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, মহানগর দক্ষিণ যুদলের যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় যুবদলের সদস্য ও মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মনোনীত করেন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

আগামী নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে প্রার্থিতা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে। মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো পক্ষ নয়, পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ

1

মানিকগঞ্জের হারানো আসন পুনরুদ্ধারে ঐক্যের ডাক দিলেন রিতা

2

তারেক রহমানকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে দেখছে বিশ্ব গণ

3

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ, চলছে দাফনের প্রস্তুতি

4

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

5

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

6

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

7

‘স্যার, আমি কি দেখা করতে পারি’—মোদির সাক্ষাৎ ও অ্যাপাচি হেলি

8

থার্টি ফার্স্ট ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা

9

নোয়াখালী এক্সপ্রেসের কোচ সুজন

10

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে তোলপাড়

11

একাত্তরকে ভুলে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

12

মামুনুল হককে হেফাজতের সকল পদ থেকে অব্যাহতির দাবি মিথ্যা

13

গণভোটে ‌‘হ্যাঁ’ ভোট যেসব বিষয়ে সমর্থন করবে

14

তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে রাষ্ট্রকে অস্থিতিশীল করার

15

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বর্জনের পথে বাংলাদেশ, ভারত বলছে, '

16

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

17

শপথ নিলেন ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

18

পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী

19

ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যা

20
সর্বশেষ সব খবর