Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাতে সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে ৪ মামলা

প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাতে সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে ৪ মামলা

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কাগুজে রপ্তানি দেখিয়ে জনতা ব্যাংক থেকে ২ হাজার ৮৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে পৃথক ৪টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এই অনুমোদন দেওয়া হয়।

সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে জানান, শিগগিরই এই মামলাগুলো দায়ের করা হবে। আসামিদের তালিকায় সালমান এফ রহমানের ভাই এস এফ রহমান, তাদের দুই ছেলে এবং জনতা ব্যাংকের সাবেক এমডিসহ ব্যাংকটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।

দুদকের তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে কয়েকটি নবসৃষ্ট প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন ও উত্তোলন করেন। প্রতিষ্ঠানগুলোর জালিয়াতির চিত্র নিম্নরূপ:

১. ইয়েলো অ্যাপারেলস লিমিটেড: কোনো অভিজ্ঞতা ছাড়াই ইডিএফ (EDF) সুবিধা নিয়ে প্রায় ৪১৬ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিং করা হয়েছে। ২. পিংক মেকার লিমিটেড: কাগুজে আমদানি-রপ্তানি দেখিয়ে প্রায় ৬৭৫ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা অনুমোদিত হয়েছে। ৩. অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড: একইভাবে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৭১৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ ও লেয়ারিংয়ের মাধ্যমে পাচারের প্রমাণ পেয়েছে দুদক। ৪. চতুর্থ মামলা: একই প্রক্রিয়ায় অ্যাকোমোডেশন বিল তৈরি করে ১ হাজার ৪৭ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২৭ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দেওয়া হয়েছে।

দুদক সূত্র গণমাধ্যমকে বলেন, “অভিযুক্তরা বিবি এলসির মাধ্যমে নিজেদের মধ্যেই কাগুজে আমদানি-রপ্তানি দেখিয়ে Accommodation Bill তৈরি করেন। আত্মসাৎকৃত অর্থ বিভিন্ন হিসাবের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও লেয়ারিংয়ের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে।” 

বিগত ১৫ বছরে সালমান এফ রহমানের বিরুদ্ধে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি ও ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় ৩০ হাজার কোটি টাকা ঋণের অভিযোগ রয়েছে। এর আগেও লন্ডনে অর্থ পাচার ও আইএফআইসি ব্যাংক থেকে ঋণ আত্মসাতের ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছিল দুদক। উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাবন্দি রয়েছেন।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ার ১৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করলেন নবাগত ওসি

1

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, মেয়েরা এগিয়ে

2

জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

3

বিএনপির দপ্তরে মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে অস্থিরতা চরমে

4

জৌলুসের মাঝেও নিভৃতচারী ঈশিতা

5

১৫ মাসে কারা হেফাজতে মৃত্যু ১১২

6

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল চরিত্র: চরমোনাই

7

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানীতে হামলা

8

আবারও গাজায় ইসরাইলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫

9

তা‌রেক রহমা‌দের দে‌শে ফেরা‌কে কেন্দ্র ক‌রে ডিএমপির ট্রাফিক ন

10

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭

11

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ

12

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

13

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা বেড়েছে দেশে

14

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

15

বিএনপি নেতাকর্মীদের পদত্যাগে হিড়িক: অস্থিরতা বাড়ছে দলে

16

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ১,০৬৯ জন

17

জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো: বিএনপি

18

বেগম জিয়া-তারেক রহমানের নিরাপত্তা প্রধান শামছুল ইসলাম

19

ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে একটি দল: নজরুল ইসলাম

20
সর্বশেষ সব খবর