বিনোদন ডেস্ক: ঢাকার বাতাসের মান নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। এবার সেই ভয়ংকর দূষণের শিকার হলেন জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী ও গায়ক শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী সুনিধি নায়েক। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ৫ দিন ধরে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল (রোববার) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর জানিয়ে হাসপাতাল থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন এই গায়িকা। সেখানে তিনি জানিয়েছেন, ঢাকার দূষিত বাতাসের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।
অসুস্থ অর্ণবও, তবুও পাশে: সুনিধি জানান, তার স্বামী অর্ণব নিজেও অসুস্থ ছিলেন। কিন্তু স্ত্রীর শ্বাসকষ্ট শুরু হলে নিজের অসুস্থতা উপেক্ষা করেই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান অর্ণব।
ফেসবুক পোস্টে সুনিধি লিখেছেন, ‘‘এই দেশে আমার নিজের কোনো পরিবার নেই। চার দিন আগে ঢাকার দূষণ আমাকে গুরুতর অসুস্থ করে তুলেছিল—আমি শ্বাস নিতে পারছিলাম না। অর্ণব নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।’’
বন্ধু যখন পরিবার: বিপদের সময় বন্ধুদের পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুনিধি। বিশেষ করে ত্রয়ী ইসলাম নামের এক বন্ধুর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘ত্রয়ী ইসলাম আমার পাশে বোনের মতো দাঁড়িয়েছিলেন। জরুরি অবস্থা থেকে শুরু করে ভর্তি পর্যন্ত সবকিছুর যত্ন নিয়েছেন তিনি। আমার বন্ধুরাও আমাকে দেখতে এসেছিল। হাসপাতালে একা শুয়ে থাকার সময় আমি বুঝতে পেরেছিলাম যে, আমি সত্যিই কতটা ধন্য।’’
বর্তমান অবস্থা ও দোয়া প্রার্থনা: শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন সুনিধি। তিনি লিখেছেন, ‘‘আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি, কিন্তু এখনো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন।’’
এম.এম/সকালবেলা
মন্তব্য করুন